Name: Mudabbir Hafez Sanaulla

আমি মুদাব্বির হাফেজ সানাউল্লাহ। প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে আধ্যাত্মিক শিক্ষার জগতে কাজ করছি। এ সময়ে আমি ৩,০০০+ মানুষের চিকিৎসা ও সহায়তা করেছি এবং ৫০০+ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছি। আমার শিক্ষা ও দিকনির্দেশনা সর্বদা কুরআন ও হাদীসের আলোকে, শির্কমুক্ত পদ্ধতিতে পরিচালিত হয়।

আমার মূল কাজ হলো ছাত্র-ছাত্রী ও শিক্ষার্থীদেরকে অনলাইনে (ZOOM এর মাধ্যমে) আধ্যাত্মিক শিক্ষায় প্রশিক্ষণ দেওয়া। বাংলাদেশ ও ভারতের অসংখ্য শিক্ষার্থী ইতিমধ্যে এই কোর্সে অংশ নিয়েছে এবং উপকৃত হয়েছে। শিক্ষার্থীদেরকে আমি ধাপে ধাপে বুঝিয়ে দিই—যেন তারা নিজেরাই সঠিকভাবে আমল করতে পারে, আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে পারে এবং নিজেদের জীবন ও সমাজকে কল্যাণের পথে পরিচালিত করতে পারে।

আমার প্রশিক্ষণে শিক্ষার্থীরা কেবল তত্ত্ব নয়, বরং বাস্তব জীবনে কিভাবে আধ্যাত্মিক জ্ঞান ব্যবহার করতে হয়—তা শিখে থাকে। কোর্স শেষে অনেক শিক্ষার্থী নিজেকে আরও আত্মবিশ্বাসী, আধ্যাত্মিকভাবে শক্তিশালী এবং একজন প্রকৃত মুমিন হিসেবে গড়ে তুলতে পেরেছে।

আমি বিশ্বাস করি, সঠিক শিক্ষা এবং কুরআন-হাদীসের আলোকে আধ্যাত্মিক সাধনা মানুষকে ভেতর থেকে পরিবর্তন করতে পারে। তাই আমার লক্ষ্য হলো এমন একটি সমাজ তৈরি করা, যেখানে সবাই পরিপূর্ণ ঈমান ও সঠিক আমলের আলোকে জীবন যাপন করবে।